Terms and Conditions

(১)  এই ওয়েবসাইটের সকল “কনটেন্ট” অর্থাৎ ছবি, লেখা, ভিডিও, মার্কা, লোগো, প্রতীক ও নকশা SanctuaryBD -এর স্বতন্ত্র সম্পত্তি এবং লিখিত অনুমতি ব্যতিরেকে এগুলো নকল, পুনর্মুদ্রণ বা ব্যবহার নিষিদ্ধ।

(২)  এই ওয়েবসাইটকে বেআইনি উদ্দেশ্য ও কর্মকাণ্ডে ব্যবহার করা নিষিদ্ধ।

(৩)  এই ওয়েবসাইটের সকল শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইনের বাধ্যবাধকতায় লিখিত ও প্রয়োগযোগ্য। শর্তাবলী সংক্রান্ত যেকোন বিরোধ-বিসংবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইনের এখতিয়ারে নিষ্পত্তিযোগ্য।

(৪)  SanctuaryBD এই ওয়েবসাইটের যেকোন ও সকল শর্তাবলী যেকোন সময় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জনের অধিকার রাখে। নতুন শর্তাবলী তাৎক্ষণিকভাবে প্রযোজ্য যা ব্যবহারকারীগণের নিজ দায়িত্বে অবগত হওয়া বাঞ্ছনীয়।