Disclaimer

(১)  SanctuaryBD প্রদত্ত শিক্ষা, সেবা ও প্রশিক্ষণ নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা প্রদান করেনা। Meditation (ধ্যান), Yoga (যোগ) ও Breathing (দমচর্চা) ব্যক্তিভেদে ভিন্ন-ভিন্ন ফলাফল আনায়ন করে।

(২)  SanctuaryBD প্রদত্ত কোন শিক্ষা, সেবা বা প্রশিক্ষণ রেজিস্টার্ড চিকিৎসকের শারীরিক বা মানসিক পরামর্শ ও চিকিৎসার বিকল্প নয়।

(৩)  SanctuaryBD তার প্রাঙ্গণ, প্রশিক্ষণ বা ওয়েবসাইট ব্যবহারের ফলে কারো শারীরিক, মানসিক বা যেকোন প্রকার আঘাত ও ক্ষয়ক্ষতির জন্য দায়বদ্ধ নয়।