About Us

Sanctuary অর্থ নিরাপদ আশ্রয়।

SanctuaryBD ঢাকার ব্যস্ততম, কোলাহলময় ও ধকলপূর্ণ জীবনের মাঝে নীরব ও শান্ত পরিবেশে শারীরিক, মানসিক ও আত্মিক শুশ্রূষা ও উন্নয়নের আদর্শ স্থান।

এখানে যে Meditation বা ধ্যান প্রক্রিয়া, Yoga বা যোগ প্রক্রিয়া এবং Breathing বা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুশীলন করা হয় তা’ হাজার বছরের পুরনো, বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত পদ্ধতি যার মাধ্যমে লাখো মানুষ শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু, মানসিক-দুঃশ্চিন্তামুক্তি ও ভারসাম্য, এবং আত্মিক প্রশান্তি, সৃজনশীলতা ও একাগ্রতা অর্জন করেছে।

নিজের সুপ্ত শক্তি ও প্রতিভা আবিষ্কার এবং প্রশান্তিময় জীবনমান অর্জনের যাত্রায় SanctuaryBD আপনাকে স্বাগত জানায়।